ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত ৩১
ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র শহর কারবালায় ইমাম হোসাইন (রা.) এর মাজারের কাছে আশুরা উপলক্ষে শিয়া মুসলমানদের তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে ৩১ জন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় ১০ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে ঠিক কী কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা জানানো হয়নি।
ইমাম হোসাইন (রা.) এর মাজারের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হাজার হাজার মানুষ মাজারের সামনে দিয়ে তাজিয়া মিছিল নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন আজ। দিনটি (১০ মহররম) পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নাতি হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।
Comments