পর্তুগালের বড় জয়ে রোনালদোর ৪ গোল

cristiano ronaldo
ছবি: এএফপি

ম্যাচের শুরুতেই এগিয়ে নেন দলকে। তার গোলক্ষুধা থেমে থাকেনি সেখানেই। খেলার ৬১ থেকে ৭৬তম অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে জালের ঠিকানা খুঁজে পান আরও তিনবার। ক্রিস্তিয়ানো রোনালদোর এই অসাধারণ পারফরম্যান্সে লিথুয়ানিয়াকে বিধ্বস্ত করেছে পর্তুগাল।

মঙ্গলবার রাতে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগিজরা। ‘বি’ গ্রুপের ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে তারা জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। ৩৪ বছর বয়সী জুভেন্টাস তারকা রোনালদো একাই লক্ষ্যভেদ করেন চারবার। বাকি গোলটি আসে উইলিয়াম কারভালহোর পা থেকে।

৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান ইউরো ও নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। বাছাইয়ের প্রথম দুটি লড়াইয়ে ড্র করেছিল তারা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে  ইউক্রেন।

জাতীয় দলের জার্সিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩টিতে। পর্তুগালের হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় সিআর সেভেনের সামনে আছেন কেবল একজনই, ইরানের আলি দাই (১০৯টি)।

পর্তুগালের গোল উৎসবের রাতে রেকর্ডের মালিকও হয়েছেন রোনালদো। ২৫ গোল নিয়ে ইউরোর বাছাইপর্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। এতদিন এই কীর্তি ছিল আয়ারল্যান্ডের সাবেক স্ট্রাইকার রবি কিনের (২৩টি)।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago