বঙ্গোপসাগরে কয়লাবাহী জাহাজডুবি

বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে কয়লাবাহী একটি লাইটার জাহাজ আজ সকালে ডুবে গেছে। জাহাজটিতে ১ হাজার ১০০ টন কয়লা ছিল।
সন্দীপ থেকে বঙ্গোপসাগরের দৃশ্য। ছবি: হোসেন তারেক, উইকিমিডিয়া কমনস

বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে কয়লাবাহী একটি লাইটার জাহাজ আজ সকালে ডুবে গেছে। জাহাজটিতে ১ হাজার ১০০ টন কয়লা ছিল।

দুর্ঘটনার সময় জাহাজটিতে ঠিক কতজন ক্রু ছিলেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

লাইটার জাহাজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা আতাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, হেরা পর্বত-৮ নামের জাহাজটি আজ সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের দিকে বঙ্গোপসাগরে ডুবে যায়।

হেরা পর্বত-৮ ডুবে যাওয়ার সময় এর পাশে থাকা মার্কেন্টাইল-২৪ জাহাজের কয়েকজন ক্রু জানান, জাহাজটির কয়েকজন ক্রুকে তারা ভাসতে দেখেছেন। কিন্তু আবহাওয়া বিরূপ থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বন্দরের বহিঃনোঙ্গরে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল হেরা পর্বত-৮। সাগরে থাকা অবস্থাতেই এর সলিল সমাধি হয়েছে।

লাইটার জাহাজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বিষয়টি নৌবাহিনীকে অবহিত করে বিপদগ্রস্ত ক্রুদের উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও জানান যে দুর্ঘটনার সময় জাহাজটি তার নির্ধারিত যাত্রাপথের আড়াই কিলোমিটার দূর দিয়ে যাচ্ছিল। সাগরে তখন তিন নম্বর সংকেত চলছিল।

এ ব্যাপারে চট্টগ্রামে বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোহাম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে জানান যে উদ্ধার অভিযান চালাতে নৌবাহিনী ও কোস্ট গার্ড দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

53m ago