জয়া-প্রসেনজিতের প্রথম ‘রবিবার’
আজ (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে জয়া আহসান ও কলকাতার অভিনেতা প্রসেনজিৎ অভিনীত প্রথম সিনেমা ‘রবিবার’ এর শুটিং। ছবিটি পরিচালনা করছেন কলকাতার অতনু ঘোষ।
জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘রবিবার’ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী। বুম্বাদার সঙ্গে কাজ করার একটা ব্যাকুলতা ছিলো- সেটা এবার পূরণ হচ্ছে।”
“আমরা একসঙ্গে একটা ভালো সিনেমা করতে যাচ্ছি। তবে ছবিটি নিয়ে অন্যদের মতো আমারও অনেক টেনশন কাজ করছে,” যোগ করেন ‘দেবী’ অভিনেত্রী।
‘রবিবার’ ছবিটি এক সম্পর্কের গল্প নিয়ে আবেগ ও থ্রিলার মিলিয়ে হবে। সিনেমায় দেখা যাবে জয়া ও প্রসেনজিতের সম্পর্ক ছিলো, কিন্তু তা এমনভাবে ভেঙে যায় যে তাদের আর একত্র হওয়া হয়ে উঠেনি। হঠাৎ একদিন রবিবারে তাদের সঙ্গে দেখা হয়।
প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়ার চরিত্রের নাম সায়নী। ছবিটি প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর কলকাতায় উন্মুক্ত করা হয় ‘রবিবার’-এর ফার্স্ট লুক পোস্টার।
Comments