নিজের গায়ে আগুন, দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু
নিজের গায়ে আগুন দেওয়ার একদিন পর হাসপাতালে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত।
উত্তরা পুলিশের উপ-কমিশনার নাবিল কামাল শৈবালের বরাত দিয়ে বাংলা দৈনিক প্রথম আলো জানায়, দুদক পরিচালকের স্ত্রী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আজ (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মারা গেছেন।
তিনি আরো জানান, উত্তরার বাসায় তানিয়া নিজের গায়ে আগুন দেন। তানিয়াকে মানসিকভাবে ‘আনস্টেবল’ উল্লেখ করে তিনি আরো বলেন, এর আগেও সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।
Comments