সাদা বলের খেলা বলেই আশাবাদী বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ত্রিদেশীয় টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে শিরোপা ছাড়া বিকল্প কিছুই ভাবছে না টাইগাররা। কিন্তু তিন দলের এ আসরে খেলবে আফগানিস্তানও। যাদের কাছে সদ্যই ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে নাস্তানুবাদ হয়েছে তারা। কিন্তু এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। সাদা বলের ম্যাচ বলেই জয়ের ব্যাপারে আশাবাদী এ প্রোটিয়া কোচ।
চট্টগ্রাম টেস্টে আফগানদের কাছে বিশাল ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। সে স্মৃতি একেবারেই তরতাজা। সপ্তাহ না ঘুরতে তাদের বিপক্ষে আবার মাঠে নামতে হবে তাদের। কিন্তু সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসীই ছিলেন ডমিঙ্গো, 'যখন সাদা বলের খেলা আসে, বাংলাদেশ তাদের দিনে যে কোন দলকে হারাতে পারে। আমাদের দলে কিছু বিশ্বমানের পারফর্মার রয়েছে। দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার দিকে তাকান। ৫০ ওভারের ম্যাচের বিশ্বকাপে, বাংলাদেশ দ্বিতীয় অভিজ্ঞ দল ছিল। এ দলে দক্ষতার কোন ঘাটতি নেই।'
সাদা বলের খেলা হলেও ম্যাচটি ওয়ানডে সংস্করণ নয়। এ সংস্করণে বেশ শক্তিশালী বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের সংস্করণ টি-টোয়েন্টি। এ সংস্করণে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। আফগানিস্তানের বিপক্ষে তো আরও খারাপ। চার ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। কিন্তু পুরনো কোন রেকর্ডকেই পাত্তা দিচ্ছেন না ডমিঙ্গো। নিজেদের সেরাটা দিতে পারলে তাদের হারানো সহজ নয় বলে জানালেন কোচ, 'আমার মনে হয় আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তাহলে আমাদের হারানো খুব কঠিন হয়ে যাবে।'
তবে আসরের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। র্যাংকিং ও শক্তির বিচারে কিছুটা দুর্বল দলটি। কিন্তু তাদের বিপক্ষেও শতভাগ জিতবেন এ নিশ্চয়তা দিচ্ছেন না বাংলাদেশ কোচ। তবে সেরাটা দেওয়ার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, 'আমরা সব ম্যাচই জয়ের জন্য খেলব। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে কোন দল যে কোন দলকে হারাতে পারে। আমি কালকের ম্যাচের কোন নিশ্চয়তা দিতে পারব না। কিন্তু আমি নিশ্চিত করে এটা বলতে পারি, আমরা আমাদের সেরা দিয়ে লড়াই করব।'
বাংলাদেশ দলের সঙ্গে ডমিঙ্গোর পথচলা খুব বেশি দিনের নয়। এখনও দেশের ক্রিকেটে ওইভাবে মানিয়ে নিতে পারেননি তিনি। সেটা স্বীকারও করে নিয়েছেন তিনি। তবে প্রত্যাশা করছেন এখন থেকেই পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারবেন এ দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচ।
Comments