ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ ১ ‘মাদক চোরাকারবারি’ নিহত
কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘোরিয়া এলাকায় দুই দল সন্দেহভাজন মাদক চোরাকারবারি এবং পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন ‘মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন।
নিহত সুজন মালিথা (৩০) কুষ্টিয়া উপজেলার তাকিয়ামারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আজ (১৩ সেপ্টেম্বর) ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে দুই দল মাদক চোরাকারবারি জিকে খালপাড়ে যাচ্ছে- এমন খবর জানার পর উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়।
তিনি বলেন, “পুলিশ সেখানে গিয়ে হুইসেল বাজালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।”
“পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক চোরাকারবারিদের সঙ্গে ত্রিমুখী লড়াই বাধে” উল্লেখ করে ওসি আরো জানান, এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলি থামিয়ে পালিয়ে যায়।
নিহত সুজনের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
এদিকে, আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিহত সুজনের আত্মীয়দের সঙ্গে কথা হয়। তার চাচাতো ভাই ভুট্টো মালিথা এই সংবাদদাতাকে বলেন, “দুদিন আগে জানতে পারি সুজনকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, গ্রেপ্তারের পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওসি নাসির উদ্দিন সুজনের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন।
Comments