আন্দোলনকারীদের ২ শর্ত মেনে নিলো জাবি প্রশাসন
আন্দোলনকারীদের দুটি শর্ত মেনে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আলোচনা শুরু হয়ে তা প্রায় সাড়ে ৫ ঘণ্টা চলে।
এরপর এক সংবাদ সম্মেলনে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ কথা জানান, তিনটি আবাসিক হলের মধ্যে দুটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে এবং একটি হলকে সামান্য স্থানান্তরিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান পরিবর্তন- আন্দোলনকারীদের দেওয়া এই দুটি প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও, আগামী ১৮ সেপ্টেম্বর আবার আলোচনা হবে বলেও জানান তিনি।
চলমান আন্দোলনের একজন মুখপাত্র আশিকুর রহমান বলেন, “আমাদের দুটি দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আশা করি, দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবিটিও তারা দেখবেন।”
এর আগে কয়েকজন শিক্ষকসহ আন্দোলনকারীদের ২২ সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ছাত্রলীগের এক নেতার হাতে একজন আন্দোলনকারী নিগৃহীত হওয়া অভিযোগের প্রেক্ষিতে নির্ধারিত সেদিনের আলোচনাটি বাতিল হয়ে যায়।
আরো পড়ুন:
Comments