সাকিবের এক ওভারে ৩০ রান নিলেন বার্ল

ইনিংসের ১৬তম ওভারে নিজের শেষ ওভারটি করতে এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু রায়ান বার্ল তাকে তিনটি করে ছক্কা আর চার মেরে ওই ওভার থেকে তুলে নেন ৩০ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে এক ওভারে এত রান দেননি বাংলাদেশ অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির নয়।
Rayan Burl
রায়ান বার্ল। ছবি: ফিরোজ আহমেদ

ইনিংসের ১৬তম ওভারে নিজের শেষ ওভারটি করতে এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু রায়ান বার্ল তাকে তিনটি করে ছক্কা আর চার মেরে ওই ওভার থেকে তুলে নেন ৩০ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে এক ওভারে এত রান দেননি বাংলাদেশ অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির নয়।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিং মোহাম্মদ সাইফুদ্দিনের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পাঁচ ছক্কা মেরে ৩১ রান নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সাইফুদ্দিন ঠিক পরেই এবার জায়গা হলো সাকিবের।

সাকিবের এমন খরুচে দিনে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ের পূঁজি করেছে জিম্বাবুয়ে। 

টস হেরে ব্যাট করতে গিয়ে দশম ওভারে ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। ওই অবস্থা থেকে দলকে টেনে তুলেন রায়ান বুর্ল ও টিনোটেন্ডা মুতম্বুজি। ৬ষ্ঠ উইকেটে তাদের ৫১ বলে ৮১ রানের জুটিতে ঘুরে আসার দারুণ উদাহরণ তৈরি করে জিম্বাবুয়াইনরা। জুটিতে অধিকাংশ রানই এসেছে বার্লের ব্যাট থেকে। এই বাঁহাতি সাকিবকে খরুচে ওভারের তেতো অভিজ্ঞতা দিয়ে ৩২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। মুতম্বুজি করেন ২৬ বলে ২৭ রান।

বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ১৪৪ রান করে ফেলেছে জিম্বাবুয়ে।

Comments

The Daily Star  | English
Dhakeshwari Temple Yunus speech

Want to build a Bangladesh where everyone's rights are ensured: Yunus

Seeking law enforcement's support during celebration a 'collective failure', he added

40m ago