ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় গতকাল দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩১) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার জামিরদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেলকে মাদক চোরাকারবারি দাবি করে পুলিশ জানায়, তার বিরুদ্ধে পাঁচটি মাদকসহ থানায় ৭টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্য, রাত আড়াইটার দিকে ডিবির দুটি দল ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলো। ওই সময় তারা জানতে পারেন উপজেলার হবিরবাড়ি এলাকায় কয়েকজন চোরাকারবারি মাদক কেনাবেচা করছে। খবর পেয়ে ডিবি পুলিশের দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক চোরাকারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়।
ওই কর্মকর্তার দাবি, এসময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম হেরোইনসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Comments