আর্চারের তোপে লিড পেল ইংল্যান্ড

jofra archer
জোফরা আর্চার। ছবি: এএফপি

আগের দিনের সংগ্রহের সঙ্গে ২৩ রান যোগ করেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তাতে তিনশো পেরোনো হয়নি দলটির। তারপরও ইংলিশরা পেয়েছে লিড, পেসার জোফরা আর্চারের নৈপুণ্যে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৬ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেন তিনি। সতীর্থরা ব্যর্থ হলেও ফের ব্যাট হাতে আলো ছড়ান অসি তারকা স্টিভ স্মিথ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। উইকেটে আছেন ররি বার্নস ৪ ও জো ডেনলি ১ রানে। আর্চারের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পাওয়া জো রুটের দল সবমিলিয়ে এগিয়ে আছে ৭৮ রানে।

দিনের শুরুতে ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। প্রথম দিনের ৬৪ রান নিয়ে খেলতে নামা জস বাটলার ফেরেন ৯৮ বলে ৭০ রান করে। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছয়। এরপর জ্যাক লিচকে বিদায় করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ নেন অসি অলরাউন্ডার মিচেল মার্শ। প্যাট কামিন্স পান ৩ উইকেট।

এরপর আর্চারের তোপে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২২৫ রানে। এই ডানহাতি ৬২ রানে নেন ৬ উইকেট। ফর্মের চূড়ায় থাকা স্মিথ খেলেন ১৪৫ বলে ৮০ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছয়। অসিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন মারনাস লাবুশেন। আরও একবার হতাশ করেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। আউট হন ৫ রানে। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন ক্রিস ওকস। অসিদের বাকি ৩ উইকেট দখল করেন স্যাম কারান।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংস: (আগের দিন ২৭১/৮) ৮৭.১ ওভারে ২৯৪ (বাটলার ৭০, লিচ ২১, ব্রড ০*; কামিন্স ৩/৮৪, হ্যাজেলউড ২/৭৬, মার্শ ৫/৪৬)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৬৮.৫ ওভারে ২২৫ (ওয়ার্নার ৫, হ্যারিস ৩, লাবুশেন ৪৮, স্মিথ ৮০, ওয়েড ১৯, মার্শ ১৭, পেইন ১, কামিন্স ০, সিডল ১৮, লায়ন ২৫, হ্যাজেলউড ১*; ব্রড ০/৪৫, আর্চার ৬/৬২, কারান ৩/৪৬, ওকস ১/৫১, লিচ ০/১৮)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৪ ওভারে ৯/০ (বার্নস ৪*, ডেনলি ১*; কামিন্স ০/০, হ্যাজেলউড ০/৫)।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago