দূষণ ঘটানোয় জরিমানা দিতে হবে ডিএনসিসিকে: সংসদীয় কমিটি
রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছ থেকে জরিমানা আদায় করার জন্য সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে আজ শনিবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশকে দূষিত করার ব্যাপারে জরিমানা করার নিয়ম রয়েছে। আইনের চোখে সবাই সমান। ঢাকা উত্তর সিটি করপোরেশন এক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে না।
আমিন বাজারে আবর্জনা ফেলে জমি ভরাট করাকে বেআইনি উল্লেখ করে সাবের হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে লিখিতভাবে ব্যাপারটি ডিএনসিসিকে জানানো হয়েছিল। এর পরও তারা নিষেধ উপেক্ষা করে আবর্জনা ফেলে গিয়েছে।
সংসদীয় কমিটির সুপারিশ মোতাবেক মন্ত্রণালয় থেকে এখন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Comments