হঠাৎ দলে আবু হায়দার রনি
ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। হুট করেই এ ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। তবে এক ম্যাচ যেতেই রনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হঠাৎ রনিকে দলে নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ডেইলি স্টারকে বলেছেন, 'মিশুর সাইডস্ট্রেনের সমস্যার কারণে কালকের ম্যাচ খেলতে পারবে না। তাই রনিকে নেওয়া। আগামীকাল পরীক্ষার পর জানা যাবে মিশুর চোট কতটুকু।'
জাতীয় দলের জার্সিতে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন রনি। এরপর অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচ ছাড়া আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। অর্থাৎ এক ম্যাচ যেতেই ফের দলে ডাক পেলেন এ তরুণ পেসার।
এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রনি। তাতে অবশ্য খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। ১২ ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র ৬টি। তবে সবমিলিয়ে মোট ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার উইকেটসংখ্যা ৫৩টি।
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি।
Comments