ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নেদারল্যান্ডসভিত্তিক ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’ চলতি সংখ্যার প্রচ্ছদ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
Diplomat PM
ছবি: ডিপ্লোম্যাট-এর অফিসিয়াল ফেসবুক থেকে নেওয়া

নেদারল্যান্ডসভিত্তিক ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’ চলতি সংখ্যার প্রচ্ছদ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্রচ্ছদের শিরোনাম দেওয়া হয়েছে, “শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি”।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই প্রচ্ছদ উন্মোচন করা হয়।

এ সময় ডিপ্লোম্যাটের প্রকাশক মেইলিন ডি লারা ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত ছিলেন।

ডিপ্লোম্যাট-এর অফিসিয়াল ফেসবুক পেজেও চলতি সংখ্যার একটি ছবি পোস্ট করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The case of disgruntled DC aspirants

Restoring law and order hinges on the effectiveness of field administration where the DCs play a crucial role as the highest-ranking officials at the district level.

2h ago