সৈয়দ শামসুল হক স্মরণে ‘ঈর্ষা’

বাংলা ভাষার অন্যতম কবি, লেখক ও নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস আগামী ২৭ সেপ্টেম্বর।
syed shamsul haq
সৈয়দ শামসুল হক। ফাইল ছবি

বাংলা ভাষার অন্যতম কবি, লেখক ও নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস আগামী ২৭ সেপ্টেম্বর।

সব্যসাচী এই লেখকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে আসছে তাদের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’র ২৭তম প্রদর্শনী নিয়ে।

২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ‘ঈর্ষা’।

নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা। নাটকে অভিনয় করবেন নূনা আফরোজ, অনন্ত হীরা ও রামেজ রাজুসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

52m ago