এটি কি দেশের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও?
নায়িকা নিপুণ অভিনীত প্রথম মিউজিক ভিডিও ‘রং’ প্রকাশিত হয়েছে সিএমভির ব্যানারে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে।
এ মিজানের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানটি গেয়েছেন নায়িকা নিপুণের বোন পলিন।
ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি।
নিপুণ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গত কয়েক বছরে অসংখ্যবার মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি। তবে রাজি হয়নি, কারণ গান পছন্দ হয়নি।”
“এবার রাজি হয়েছি কেননা নিজের হাতেই কাজটা করেছি। যেটাতে কোনো ঘাটতি রাখিনি। ‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা,” যোগ করেন নিপুণ।
তাই প্রশ্ন জেগেছে- এটিই কি দেশের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও?
Comments