বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।
‘স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় পরিচালনা’-সহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় মানববন্ধন থেকে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবি করা হয়।
এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে গত ১০ সেপ্টেম্বর ফাতেমা-তুজ জিনিয়া নামে এক ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দেওয়া সাময়িক বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাবির বেশ কয়েকজন শিক্ষক অংশ নেন।
Comments