এরশাদের আসন জাপাকে ছেড়ে দিল আওয়ামী লীগ
এরশাদের শূন্য আসন রংপুর-৩ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু। সোমবার রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকা মার্কার প্রার্থী।
আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করছে এমন খবরে বিক্ষুব্ধ হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও নৌকার কর্মী-সমর্থকরা। তারা নগরীর কাচারি বাজার জিরো পয়েন্টে রাস্তা অবরোধ করে শুয়ে পড়েন। বিকেল ৩ টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রাজু মনোনয়ন পত্র প্রত্যাহার করতে এলে নৌকার সমর্থকরা তাকে বাধা দেন। প্রায় একঘণ্টা চেষ্টার পর রাজু সমর্থকদের ক্ষোভ প্রশমিত করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
রেজাউল ইসলাম রাজু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক কারণে তোমাকে মনোনয়ন দিয়েছিলাম। রাজনীতির বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বললাম। দলের প্রধানের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করলাম।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। এবারো ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন রিটা রহমান।
Comments