নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিস্ময় প্রতিভা ফাতি

ansu fati
আনসু ফাতি। ছবি: এএফপি

বার্সেলোনার জার্সিতে গেল মাসে অভিষেক হয়েছে আনসু ফাতির। এখন পর্যন্ত মোটে তিনটি ম্যাচ খেলেছেন এই টিনএজ উইঙ্গার। তবে চমকপ্রদ ব্যাপার হলো, প্রতি ম্যাচেই রেকর্ডের পাতায় নাম উঠেছে এই বিস্ময় প্রতিভার। নতুন ইতিহাস তৈরিকে যেন নিতান্ত সাধারণ কাজ বানিয়ে ফেলেছেন তিনি! রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মত্ত ফাতির সামনে নিজেকে আরও একবার অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার হাতছানি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কাতালান দলটির হয়ে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হবেন তিনি।

মঙ্গলবার রাতে (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে স্প্যানিশ লিগের শিরোপাধারী বার্সা। সিগনাল ইদুনা পার্কে তারা আতিথ্য নেবে শক্তিশালী জার্মান ক্লাব ডর্টমুন্ডের। এ ম্যাচের জন্য বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে ২২ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে জায়গা পেয়েছেন গিনি-বিসাউয়ে জন্ম নেওয়া ফাতি।

ভালভার্দে যদি ডর্টমুন্ডের বিপক্ষে ফাতিকে মাঠে নামান, তবে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কীর্তি গড়বেন তিনি (১৬ বছর ৩২২ দিন)। এই রেকর্ডের বর্তমান মালিক বোজান কিরকিচ। তিনি ২০০৭ সালে অলিম্পিক লিঁওর বিপক্ষে ১৭ বছর ২২ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়তে পারছেন না ফাতি। ২৫ বছর ধরে এই রেকর্ড নিজের অধীনে রেখেছেন অ্যান্ডারলেখটের সেলেস্তিন বাবাইয়ারো। তিনি ১৯৯৪ সালে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ১৬ বছর ৮৭ দিন বয়সে খেলেছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ডের সামনেও দাঁড়িয়ে ফাতি। ১৯৯৭ সালে অলিম্পিয়াকোসের হয়ে রোসেনবর্গের বিপক্ষে ১৭ বছর ১৯৫ দিন বয়সে গোল করেছিলেন পিটার ওফোরি-কুয়ায়ে। তার রেকর্ড ভাঙতে হাতে অনেক সময় পাচ্ছেন আগামী ৩১ অক্টোবর ১৭ বছর পূর্ণ করতে যাওয়া ফাতি।

উল্লেখ্য, ‘বি’ দলে সামর্থ্যের প্রমাণ দিয়ে ‘বড়’দের কাতারে উঠে আসা ফাতি গেল অগাস্টে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামেন। তিনি হয়ে যান বার্সার জার্সিতে লা লিগায় অভিষেক হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। পরের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বদলি নেমে গোলও পান ফাতি। লিগে বার্সেলোনার হয়ে তার চেয়ে কম বয়সে আর কেউ গোল করতে পারেননি।

সবশেষ গেল শনিবার রাতে তৃতীয়বারের মতো ইতিহাসের পাতায় ঠাঁই নেন ফাতি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লক্ষ্যভেদ করেন ফাতি। এর পাঁচ মিনিট পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে দিয়েও গোল করান তিনি। ফলে একবিংশ (চলমান) শতাব্দীতে লা লিগার একই ম্যাচে নিজে গোল করা এবং সতীর্থকে দিয়ে গোল করানো সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার অনন্য স্বাদ নেন ফাতি (১৬ বছর ৩১৮ দিন)।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago