রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ২ পিসিজেএসএস কর্মী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নবছড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দুই কর্মী নিহত হয়েছেন।
গতকাল (১৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতরা হলেন- রিপেন চাকমা ও বর্ষণ চাকমা। নবছড়া গ্রামে অবস্থান করার সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মঞ্জুর জানান, পুলিশ ঘটনাটি শুনেছে। খবর পেয়ে আজ সকালের দিকে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
Comments