উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতের ফল

২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর্দা উঠেছে আগের রাতে। ই, এফ, জি ও এইচ গ্রুপের ১৬টি দল নেমেছিল মাঠে। প্রথম রাতেই দেখা মিলেছে চমকের। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ২-০ ব্যবধানে হেরে গেছে নাপোলির কাছে। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন জার্মান ক্লাবের ফরোয়ার্ড মার্কো রয়িস।
rodrigo moreno
চেলসির বিপক্ষে ভ্যালেন্সিয়ার জয়সূচক গোলটি করেন রদ্রিগো। ছবি: এএফপি

২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর্দা উঠেছে আগের রাতে। ই, এফ, জি ও এইচ গ্রুপের ১৬টি দল নেমেছিল মাঠে। প্রথম রাতেই দেখা মিলেছে চমকের। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ২-০ ব্যবধানে হেরে গেছে নাপোলির কাছে। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন জার্মান ক্লাবের ফরোয়ার্ড মার্কো রয়িস।

এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা চেলসি ঘরের মাঠে হারের স্বাদ নিয়েছে ভ্যালেন্সিয়ার কাছে। ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি মিস করে ইংলিশ জায়ান্টদের সমতায় ফেরানোর সুযোগ নষ্ট করেন মিডফিল্ডার রস বার্কলে। তবে হারতে হারতে বেঁচে গেছে ইন্টার মিলান। ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের বিপক্ষে পিছিয়ে পড়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে নিকোলো বারেয়ার গোলে মুখরক্ষা হয় ইতালিয়ান পরাশক্তিদের।

বড় জয় পেয়েছে অস্ট্রিয়ার রেড বুল সালজবার্গ ও গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা আয়াক্স আমস্টারডাম। পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে জার্মানির আরবি লাইপজিগও। আর পয়েন্ট ভাগাভাগি করেছে ফ্রান্সের অলিম্পিক লিঁও ও রাশিয়ার জেনিট সেন্ট পিটার্সবার্গ।

মঙ্গলবার রাতের ম্যাচের ফল:

গ্রুপ

স্বাগতিক দল

ফল

অতিথি দল

রেড বুল সালজবার্গ

(এরলিং ব্রাট হ্যালান্ড ২, ৩৪, ৪৫

হুয়াং হি-চ্যান ৩৬

ডমিনিক জোবোসলাই ৪৫+২

আন্দ্রেয়াস উলমার ৬৬)

৬-২

গেঙ্ক

(জন লুচুমি ৪০

এম্বওয়ানা সামাত্তা ৫২)

নাপোলি

(ড্রিয়েস মার্টেন্স ৮২ পেনাল্টি

ফার্নান্দো লরেন্তে ৯০+২)

২-০

লিভারপুল

এফ

ইন্টার মিলান

(নিকোলো বারেয়া ৯০+২)

১-১

স্লাভিয়া প্রাগ

(পিটার ওলাইয়াঙ্কা ৬৩)

এফ

বরুশিয়া ডর্টমুন্ড

০-০

বার্সেলোনা

জি

অলিম্পিক লিঁও

(মেমফিস ডেপায় ৫১ পেনাল্টি)

১-১

জেনিট সেন্ট পিটার্সবার্গ

(সরদার আজমুন ৪১)

জি

বেনফিকা

(হারিস সেফেরোভিচ ৮৪)

১-২

আরবি লাইপজিগ

(টিমো ভার্নার ৬৯, ৭৮)

এইচ

চেলসি

০-১

ভ্যালেন্সিয়া

(রদ্রিগো ৭৪)

এইচ

আয়াক্স আমস্টারডাম

(কুইন্সি প্রোমেস ১৮

এদসন আলভারেজ ৫০

নিকোলাস তাগলিয়াফিকো ৬২)

৩-০

লিলে

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago