ক্যাসিনোতে অভিযানের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে র‍্যাব।
রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেনস ক্লাবে র‍্যাবের অভিযান। স্টার ফাইল ছবি

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে র‍্যাব।

ঢাকার ফকিরাপুলে একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪২ জনকে আটকের পর যুবলীগের এই নেতাকেও আটক করা হলো। ফকিরাপুলের ‘ইয়াংমেন ক্লাব’ নামের ওই ক্যাসিনোর প্রেসিডেন্ট খালেদ মাহমুদ ভূঁইয়া।

আজ (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকেই গুলশান-২ এ বাসাটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সন্ধ্যা সাড়ে ৭টায় আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. মো. সারওয়ার-বিন-কাশেম।

ফকিরাপুলের ক্লাবটি থেকে বিপুল অংকের নগদ অর্থ, বিদেশি মদ ও ক্যাসিনো বোর্ড জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে হানা দেয় র‍্যাব। 

আরও পড়ুন:

ফকিরাপুলে ‘ক্যাসিনোতে’ র‍্যাবের হানা: ১৪২ জন আটক

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago