ডি মারিয়ার জোড়া গোল, পিএসজি উড়িয়ে দিল রিয়ালকে

angel di maria
অ্যাঙ্গেল ডি মারিয়া। ছবি: এএফপি

চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি। নিষেধাজ্ঞা পাওয়ায় ছিলেন না নেইমারও। আক্রমণভাগের সেরা তিন অস্ত্রের অনুপস্থিতি মাঠে টের পেতে দেননি অ্যাঙ্গেল ডি মারিয়া। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে করেন জোড়া গোল। বিপরীতে, বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডরা। ফলে ইউরোপের সেরা ক্লাব আসরের শুরুতেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে বড় হারের স্বাদ নিতে হয়েছে তাদের।

ঘরের মাঠে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার কল্যাণে বিরতির আগেই দুই গোলের ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান বেলজিয়ান ডিফেন্ডার থমাস মুনিয়ের।

১৪তম মিনিটে ডি মারিয়ার দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ প্রান্ত থেকে হুয়ান বার্নাতের পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে কাছের পোস্টে বল পাঠান ২০১০-১৪ মৌসুম পর্যন্ত রিয়ালে খেলা এই ফরোয়ার্ড।

লিড নিয়ে উজ্জীবিত হয়ে ওঠা পিএসজিকে দ্বিতীয় গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৩তম মিনিটে ইদ্রিস গানা গিয়ের পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডি- বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ডি মারিয়া।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তেতে ওঠে রিয়াল। পরের মিনিটেই পিএসজির জালে বল জড়ান গ্যারেথ বেল। কিন্তু তা বাতিল হয়। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেখতে পান শট নেওয়ার আগে বল ওয়েলস তারকার হাতে লেগেছিল।

বিরতির আগে ব্যবধান কমানোর আরও দুটি সুযোগ হাতছাড়া করেন বেল। দ্বিতীয়ার্ধে একইভাবে হতাশ করেন করিম বেনজেমাও। তার হেড জালের ঠিকানা খুঁজে পায়নি। তার আগে ডি মারিয়া হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন।

ম্যাচের যোগ করা সময়ে পিএসজির বড় জয় নিশ্চিত করেন মুনিয়ের। পাল্টা আক্রমণে বার্নাতের পাস পেয়ে ফাঁকা গোলপোস্টে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।

এর আগে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে শেষবার দেখা হয়েছিল পিএসজি-রিয়ালের। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। পরের লেগে ফরাসি ক্লাবটির মাঠে গিয়ে তারা জিতে ফিরেছিল ২-১ ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ অগ্রগামিতায় পিএসজিকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল রিয়াল। ওই তিক্ত হারের মধুর প্রতিশোধ নিয়েছে ফরাসি লিগ চ্যাম্পিয়নরা।

‘এ’ গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে গোলশূন্য ড্র করেছে তুরস্কের গ্যালাতাসারাই।

‘বি’ গ্রুপে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। অন্য ম্যাচে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে।

‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেস্কের মাঠে আতিথ্য নিয়ে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের মাঠে ৪-০ গোলে হেরেছে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ইতালিয়ান ক্লাব আতালান্তা।

‘ডি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। অন্য ম্যাচে জার্মানির বায়ার লেভারকুসেন নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে রাশিয়ার লোকোমোটিভ মস্কোর কাছে।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago