সিঙ্গাপুরগামী বিমান ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ফিরে এসে জরুরি অবতরণ করেছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেইন এম মেহবুব খান দ্য ডেইলি স্টারকে বলেন, বিমান ফ্লাইট বিজি-০৮৪ সকাল পৌনে নয়টার দিকে উড্ডয়নের পর পাইলট দেখেন যে উড়োজাহাজটির চাকা ফোল্ড করছে না। ১৪৩ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ১০ মিনিটের মধ্যে ফিরে এসে জরুরি অবতরণ করে।
উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ফিরে আসা উড়োজাহাজটির যাত্রীদের নিয়ে সকাল পৌনে ১১টার দিকে আরেকটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
Comments