নারায়ণগঞ্জে বাড়িতে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসায় আহত অবস্থায় পাওয়া আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার একটি ভবনের ৬ তলার বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পরিবারটি ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতরা হলো, সুমন মিয়ার স্ত্রী নাসরিন বেগম (২৬), তার মেয়ে নুসরাত (৮) ও খাদিজা (২)। আর আহত অবস্থায় পাওয়া সুমাইয়া (১৫) তাদের আত্মীয়।
নিহতের স্বামী সুমন সাংবাদিকদের জানান, তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার পেট্রোল পাম্পে রাতে ডিউটি শেষে সকাল ১০টায় বাসায় ফিরেন। ওইসময় বাসার দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই স্ত্রী সন্তানদের লাশ দেখতে পায়। আর আহত অবস্থায় সুমাইয়া পড়ে আছে। পরে অন্য ভাড়াটিয়া ও আত্মীয় স্বজনকে সহ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছুই বলতে পারছেন না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন দ্য ডেইলি স্টারকে জানান, মা ও দুই সন্তান সহ তিনজনের লাশ উদ্ধার ও আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়েছে। আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তার স্বামী না স্বজনদের মধ্যে কেউ এটা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments