শিক্ষার্থীদের আমরণ অনশন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে এই অনশন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য-সমর্থিত শিক্ষার্থীদের ধস্তাধস্তির পর আন্দোলনকারীরা দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ বশেমুরবিপ্রবি উপাচার্য খোন্দকার মোহাম্মদ নাসিরউদ্দিন নিয়োগ বাণিজ্য, অর্থ তছরুপ ও যৌন হয়রানিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন।
আরো পড়ুন:
বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা
Comments