যারা ক্যাসিনো চালাচ্ছে তারা সরকারের কাছ থেকে অনুমতি নেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা ক্যাসিনো ব্যবসা চালাচ্ছে তারা সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অবৈধ ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “প্রশাসনের কোনো ব্যক্তি ক্যাসিনো ব্যবসায় সহযোগিতা করে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।”
তিনি আরো বলেন, “শুধু ক্যাসিনো নয়, সরকারের অনুমতি ছাড়া যেসব ব্যবসা কেন্দ্র চলছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
“আমরা বার চালানোর অনুমতি দেই। সেই হিসেবে ক্যাসিনো চালাতে সরকারের অনুমতি প্রয়োজন,” যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments