যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে র‌্যাবের অভিযান

GK Shamim
২০ সেপ্টেম্বর ২০১৯, গুলশানের নিকেতনে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। ছবি: পলাশ খান

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অফিস ঘিরে রেখেছে র‌্যাব।

নাম প্রকাশ না করে র‌্যাবের সদরদপ্তরের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আজ (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাব সদস্যরা গুলশানের নিকেতনে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় ঘিরে রাখে।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী পলাশ খান জানান, র‌্যাব সদস্যরা নিকেতনের ৫ নং সড়কের ১৪৪ নং বাড়িতে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় ঘিরে রেখে অভিযান চালাচ্ছেন।

Comments