‘শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের দুর্নীতিবাজরাও একই পরিণতি ভোগ করবে’
শুধু যুবলীগ বা ছাত্রলীগের প্রশ্ন নয়, আওয়ামী লীগেরও যারা অনিয়ম দুর্নীতি করবে তাদের সবাই একই পরিণতি ভোগ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুর্নীতি ও অনিয়ম রোধে শুদ্ধি অভিযান চলছে। সারাদেশের যেখানেই দুর্নীতি বা অনিয়ম হবে সবখানেই শুদ্ধি অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, শুধু যুবলীগ বা ছাত্রলীগের প্রশ্ন নয়, আওয়ামী লীগেরও যারা অনিয়ম দুর্নীতি করবে তাদের সবাই একই পরিণতি ভোগ করবে।
আজ (২০ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় দুর্নীতিবাজদের সতর্ক করে কাদের বলেন, প্রশাসন বা রাজনীতির কেউ যদি জুয়ার ব্যবসায় মদদ দিয়ে থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
কোনো গডফাদারই ছাড় পাবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
“আওয়ামী লীগ মসজিদের শহরকে (ঢাকা) ক্যাসিনোর শহর বানিয়েছে”- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, “বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছে।”
সহযোগী সংগঠনগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বিব্রত কী না জানতে চাইলে তিনি বলেন, এই পদক্ষেপের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এর ফলে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে।
Comments