সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীমকে আটক করা হয়েছে: র্যাব
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রভাবশালী যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
আজ (২০ সেপ্টেম্বর) বিকালে জি কে শামীমকে আটকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।
শামীমের বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আদালতে শামীম নির্দোষ প্রমাণিত হলে ছাড়া পাবে আর দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তের অফিস থেকে ১ কোটি ৮০ লাখ টাকার বেশি নগদ অর্থ, ১৬৫ কোটি টাকার বেশি এফডিআর এবং বিপুল মার্কিন ও সিঙ্গাপুরি ডলার পাওয়া গেছে।
সেসময় মাদক ও অস্ত্রও উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, দুপুর ৩টার দিকে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে নিকেতনের ৫ নং সড়কের ১৪৪ নং বাড়ি থেকে আটক করা হয়।
র্যাবের সদরদপ্তরের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, র্যাব সদস্যরা গুলশানের নিকেতনে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় থেকে তাকে আটক করে।
আরো পড়ুন:
Comments