এবার কলাবাগানে ‘ক্যাসিনো’য় র‌্যাবের হানা

রাজধানীর ‘কলাবাগান ক্রীড়া চক্র’ ক্লাবে এবার হানা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে র‌্যাব সদস্যরা ক্লাবটিকে ঘিরে রেখেছে।
Kalabagan-drive.jpg
২০ সেপ্টেম্বর ২০১৯, অভিযান চালাতে ‘কলাবাগান ক্রীড়া চক্র’ ক্লাবকে ঘিরে রেখেছে র‌্যাব। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর ‘কলাবাগান ক্রীড়া চক্র’ ক্লাবে এবার হানা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে র‌্যাব সদস্যরা ক্লাবটিকে ঘিরে রেখেছে।

র‌্যাব–২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, ‘কলাবাগান ক্রীড়া চক্র’ ক্লাবের ভেতরে ‘ক্যাসিনো’ ব্যবসা পরিচালিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গিয়েছে র‌্যাব।

এর আগে, দুপুর একটার দিকে কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব নিয়ে যায় বলে জানান ক্লাবের সাধারণ সদস্য আজিজুদ্দিন আহমেদ নান্নু।

Kalabagan
‘কলাবাগান ক্রীড়া চক্র’ ক্লাবকে ঘিরে র‌্যাব সদস্যের অবস্থান। ছবি: প্রবীর দাশ/স্টার

এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ ব‌লেন, “সফিকুলকে জিজ্ঞাসাবা‌দের জন্য নেওয়া হ‌য়ে‌ছে। ম্যাজিস্ট্রেট আসলে তার উপস্থিতিতেই ক্লাবের ভেতর অভিযান চালা‌নো হ‌বে।”

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবের ভেতরে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, সফিকুল আলম ফিরোজ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

আরও পড়ুন:

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীমকে আটক করা হয়েছে: র‌্যাব

যুবলীগ নেতা জি কে শামীম আটক

যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে র‌্যাবের অভিযান

খালেদ যুবলীগ থেকে বহিষ্কার

‘শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের দুর্নীতিবাজরাও একই পরিণতি ভোগ করবে’

৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ

ক্যাসিনোতে অভিযানের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

Comments