শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের
খেলা শুরুর বাঁশি বাজানোর পর মিনিট না গড়াতেই গোল পেয়ে যায় যুবারা। দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও দুবার লক্ষ্যভেদ করে তারা। ফলে শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
নেপালের কাঠমুন্ডুর এপিএফ স্টেডিয়ামে শনিবার (২১ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম মিনিটে প্রথম আক্রমণ থেকে লিড নেয় বাংলাদেশ। সতীর্থের কর্নারে জটলার মধ্য থেকে হেড করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তানবির হোসেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুবারা।
৭৭তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো গতির শটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম মোর্শেদ। নয় মিনিট পর ফয়সাল আহমেদ বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল কাঁপালে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এবারের আসরে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের মোট ছয়টি দল। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। আগামী সোমবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, ভুটান ও মালদ্বীপ।
অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের এটি তৃতীয় আসর। প্রথমবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। গেলবার নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল যুবারা।
Comments