চট্টগ্রামে ৩ ক্লাবে র্যাবের অভিযান, জুয়ার সরঞ্জাম উদ্ধার
চট্টগ্রামের তিনটি ক্রীড়া ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব যার মধ্যে দুটিতে জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে।
বন্দরনগরীর সদরঘাট এলাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও হালিশহর এলাকার আবাহনী লি. ক্লাবে র্যাবের পৃথক তিনটি দল সন্ধ্যায় অভিযানে যায়। র্যাব-৭ এর মাহমুদুল হাসান যিনি একই সঙ্গে পুলিশের এএসপি এই তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
ঢাকায় গত দুই দিনে জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর আজ অনুরূপ অভিযান চলল চট্টগ্রামেও।
তিনি জানান যে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ থেকে জুয়া খেলার সরঞ্জাম পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযান রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছিল।
Comments