টেকনাফে আটক রোহিঙ্গা দম্পতি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Gunfight logo

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা দম্পতিকে আটকের পর তারা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতরা হলেন- দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। পুলিশের বক্তব্য, এরা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার রাত ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দম্পতির দুজনেই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে তারা নিহত হয়েছেন। নিহত দিল মোহাম্মদ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেলে ও জাহেদা বেগম তার স্ত্রী।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, শনিবার রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশি এলজিসহ দিল মোহাম্মদ ও জাহেদাকে আটক করে।

“জিজ্ঞাসাবাদের পর তাদের নিয়ে পুলিশ ওই ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কক্সবাজার নেওয়ার পরামর্শ দেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, নিহতদের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে দুটি লম্বা বন্দুক, একটি থ্রিকোয়ার্টার বন্দুক, আটটি তাজা কার্তুজ ও ১২টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। তারা হলেন, এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় অস্ত্র  এবং সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

26m ago