প্রিমিয়ার লিগে সিটির নতুন রেকর্ড, অঁরি-রুনির পাশে আগুয়েরো

ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটের মধ্যে ৫ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নতুন করে নিজেদের নাম উঠিয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের বিপক্ষে জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। এই ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়রোও। থিয়েরি অঁরি ও ওয়েইন রুনির পর প্রিমিয়ার লিগে একই ভেন্যুতে একশো বা তার চেয়ে বেশি গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় এই আর্জেন্টাইন।
aguero and de bruyne
ছবি: এএফপি

ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটের মধ্যে ৫ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নতুন করে নিজেদের নাম উঠিয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের বিপক্ষে জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। এই ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়রোও। থিয়েরি অঁরি ও ওয়েইন রুনির পর প্রিমিয়ার লিগে একই ভেন্যুতে একশো বা তার চেয়ে বেশি গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় এই আর্জেন্টাইন।

শনিবার রাতে (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়াটফোর্ডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। আগের ম্যাচে নরউইচ সিটির কাছে ৩-২ গোলের অপ্রত্যাশিত হারের পর ৮ গোলের এই বিশাল জয়ে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি শিরোপার লড়াইয়ে থাকা বাকি দলগুলোকেও কঠিন বার্তা দিয়ে রাখল ম্যান সিটি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা গেল মৌসুমের রানার্সআপ লিভারপুল তাদের সবগুলো ম্যাচেই জিতেছে। অলরেডদের অর্জন ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট।

সিটির হয়ে এদিন জালের দেখা পান ছয়জন। ১৮ মিনিটের মধ্যে ৫ গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে করে আরও ৩ গোল। হ্যাটট্রিক করেন পর্তুগিজ উইঙ্গার বার্নার্দো সিলভা। সিটিজেনদের হয়ে প্রথম মিনিটেই গোল উৎসবের শুরু করেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। স্পট-কিক থেকে আগুয়েরোও সফলতা পান। এছাড়া জালের ঠিকানা খুঁজে নেন আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ, আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।

২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে ম্যাচ শুরুর পর দ্রুততম সময়ে ৫ গোল করার কীর্তি এতদিন ধরে রেখেছিল ব্ল্যাকবার্ন রোভার্স। ১৯৯৭ সালের ২৫ অগাস্টের ওই ম্যাচে রেকর্ড গড়তে তারা সময় নিয়েছিল ২৪ মিনিট, প্রতিপক্ষ ছিল শেফিল্ড ইউনাইটেড। খেলা শুরুর আধা ঘণ্টার (৩০ মিনিটের) মধ্যে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠানোর নজির প্রিমিয়ার লিগে আছে আর কেবল আর্সেনালের। ২০০৩ সালে গানারদের গোলবন্যা হজম করতে হয়েছিল সাউদাম্পটনকে।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডটা অবশ্য ছুঁতে পারেনি ম্যান সিটি। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল ৯-০ গোলে। গার্দিওলার দলের জয়টা রয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। সবমিলিয়ে সাতবার ইংলিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তরে ৮ গোলের ব্যবধানে ম্যাচ জেতার কীর্তি দেখা গেছে।

উড়ন্ত জয়ের ম্যাচে সপ্তম মিনিটে ওয়াটফোর্ড গোলরক্ষককে পরাস্ত করেন আগুয়েরো। পূরণ করেন ইতিহাদ স্টেডিয়ামে গোলের সেঞ্চুরি। এতদিন একই ভেন্যুতে গোলের সংখ্যা তিন অঙ্কে নেওয়ার রেকর্ড ছিল কেবল দুজনের। ফরাসি কিংবদন্তি অঁরি আর্সেনালের আগের মাঠ হাইবুরিতে গোল করেছিলেন ১১৪টি। ম্যান ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্লাবের সাবেক ফরোয়ার্ড রুনি লক্ষ্যভেদ করেছেন ১০১ বার।

Comments

The Daily Star  | English

Govt to form commissions to reform 6 key sectors: Yunus

The commissions are expected to start their functions from October 1 and they are expected to complete their work within the next three months, said Chief Adviser Prof Muhammad Yunus in his televised address to the nation

3h ago