রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে পাশে থাকার আহবান কাদেরের

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সরকারের উদ্যোগের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

আজ (২২ সেপ্টেম্বর) কক্সবাজারে নবনির্মিত সড়ক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের উপরোক্ত কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দেশে সড়ক যোগাযোগের নীরব বিপ্লব ঘটেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

42m ago