ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ২ বাড়ি ঘেরাও, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতরাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দম্পতিসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।
Narayangonj.jpg
২৩ সেপ্টেম্বর ২০১৯, ফতুল্লার তক্কার মাঠ এলাকায় দুটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: সনদ সাহা/স্টার

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতরাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দম্পতিসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- তক্কার মাঠ এলাকার বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই পুত্র ফরিদ উদ্দিন রুমি (২৭), জালালউদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২০)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন বলেন, “বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বাড়িটিতে তল্লাশি চালাবে। বোমা আছে কী না নিশ্চিত করার পর বিস্তারিত জানানো হবে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “গভীর রাত থেকে ফতুল্লার তক্কার মাঠ এলাকার দুটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশের সদস্যরা। ইতিমধ্যে একজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়েছে।”

Comments