বিদেশি অস্ত্রসহ চট্টগ্রামে ‘যুবলীগ নেতা’ আটক

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিকস

চট্টগ্রামে যুবলীগের পরিচয় দেওয়া এক নেতা ও তার সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। সোমবার সকালে বন্দরনগরীর চকবাজারর এলাকা থেকে তাদের আটকের পর দুটি আগ্নেয়াস্ত্র ও ৭২টি গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রগুলো জানায়, আটক নুর মোস্তফা টিনু নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। এলাকাবাসী তাকে সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি’র অনুসারী হিসেবে জানতেন। তার সহযোগীর নাম মো. জসিম।

র‍্যাব সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ও তার সহযোগীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি শটগান ও ৭২টি গুলি জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর উপপরিচালক মেজর মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল টিনু ও তার সহযোগীকে চকবাজারের কাপাশগোলা এলাকা থেকে আটক করে। এসময় টিনুর কাছ থেকে তিনটি গুলিসহ পিস্তল ও জসিমের কাছ থেকে শটগানের সাতটি গুলি জব্দ করা হয়।

দুজনের স্বীকারোক্তি অনুযায়ী তিনুর বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব আরও ৬০টি গুলিসহ একটি শটগান ও পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়।

দুজনের বিরুদ্ধে মামলা করে বন্দরনগরীর পাঁচলাইশ থানা পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে বলেও জানান র‍্যাব উপপরিচালক।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

46m ago