তেজগাঁওয়ে ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযান
রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ অভিযানে জুয়া বা ক্যাসিনোর কোনো সামগ্রী পাওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযানে রয়েছে।
বিভিন্ন ক্লাবগুলোতে জুয়া, ক্যাসিনোসহ অবৈধ কার্যক্রমের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবে অভিযান চালানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ওসি আলী হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, ক্লাবে একটি বার রয়েছে। তবে সেই বারের বৈধ কাগজপত্র আছে। তবে বার পরিচালনায় কোনো গড়মিল রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।
Comments