স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

rohingya refugees
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: রয়টার্স ফাইল ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সীমান্তের ৩৮ ও ৩৯ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা মুরংগাঝিরি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত রোহিঙ্গা উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের ২নং ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ (৩৬)। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, সোমবার সকালে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়। তাকে বাইশফাঁড়ির বিওপির বিজিবি সদস্যরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায়  বিকাল ৩টার দিকে তিনি যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা আব্দুল মজিদ কী জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল তা জানা যায়নি। স্থলমাইন বিস্ফোরণেই সে মারা গেছে।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

9h ago