মুজিব-রশিদের বিপক্ষে তড়িৎ উন্নতির আশা দেখছেন না কোচ

আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁপুনি যেন হয়ে গিয়েছিল নিয়মিত ছবি। আফগানদের কাছে প্রথম ম্যাচ হেরে আসার পর অধিনায়ক সাকিব আল হাসান অকপটে স্বীকার করেছিলেন ওদের স্পিন সামলাতে দক্ষতার ঘাটতি আছে তাদের, আছে মনস্ত্বত্ত্বিক বাধাও। এবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন, এই বাধা খুব সহসাই কাটানো সম্ভব না।
টেস্টে আফগানিস্তানের বিপক্ষে স্পিনেই নাকাল হয় বাংলাদেশ। রশিদ খান একাই তুলেন ১১ উইকেট। ত্রিদেশীয় সিরিজে মিরপুরে লিগ পর্বের প্রথম দেখায় মুজিব-উর-রহমান দেখা দেন আতঙ্ক রূপে। রশিদ বাংলাদেশের ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে থাকেন আগের মতই। পাশাপাশি মোহাম্মদ নবিও সমস্যায় ফেলতে থাকেন সাকিবদের। ১৫ রানেই ৪ উইকেট নেন মুজিব। রশিদ নেন ২৩ রানে ২ উইকেট।
চট্টগ্রামে ফিরতি দেখায় রশিদ খানকে পিটিয়ে সাকিব কিছুটা আশা জাগিয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে রশিদের এক ওভার থেকে সাকিব আর মোসাদ্দেক মিলে নিয়েছিলেন ১৮ রান। তবে ওই ম্যাচেও ২৭ রান খরচায় ২ উইকেট নেন রশিদ। চার ওভারে মাত্র ১৯ রানে ১ উইকেট নেন মুজিব।
মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানকে হারাতে হলে ওদের স্পিনারদের বিপক্ষেই দেখাতে হবে মুন্সিয়ানা। আর তা করতে কতটা প্রস্তুত বাংলাদেশের ব্যাটসম্যানরা?
ডমিঙ্গো জানালেন, বিশ্ব মাতানো এসব স্পিনারদের বিপক্ষে তার ব্যাটসম্যানরা দাপটের সঙ্গে খেলতে দ্রুতই কোন টোটকা পাচ্ছেন না, তবে খুঁজে ফিরছেন একটা উপায়, ‘ওদের স্পিনারদের বিপক্ষে অনেক ব্যাটসম্যানই ধুঁকে থাকে। মুজিব ও রশিদ খান এখন স্পিনে অনেক বড় নাম। শুধু আমাদের ব্যাটসম্যানরা নয়, এমনিতেই সবারই বিশ্বমানের এই দুই স্পিনারের বিপক্ষে ভোগান্তি হয়। আমরা নেটে চেষ্টা করছি ওদের খেলার উপায় বের করতে। মানসিকতা নিয়ে, পরিকল্পনা নিয়ে কাজ করছি। এসব নিয়ে আসলে কাজ চলছে। রাতারাতি আয়ত্ত করা সম্ভব নয়।’
Comments