আ. লীগের ২ নেতার ফ্লাট থেকে কোটি টাকা ও ৭২০ ভরি সোনা উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দেশজুড়ে ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ (২৪ সেপ্টেম্বর) সকালে এই অভিযান চালানো হয়।
র্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে র্যাব-৩ এর একটি দল গেন্ডারিয়ার মুরগিটোলা এলাকার একটি ভবনের দুটি ফ্লাটে অভিযান চালায়।
র্যাব কর্মকর্তা জানান, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া যথাক্রমে এই দুটি ফ্লাটের মালিক।
অভিযানে দুটি ফ্লাট থেকে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
Comments