বাংলাদেশ ব্যাংকের বাতিল নোট পুকুরে ফেলেছে পৌরসভা কর্মীরা
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি পুকুরে গত রবিবার থেকে বিপুল পরিমাণ ছেঁড়া টাকা ভাসছিলো বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, চান্দাই গ্রামের ওই পুকুর পারে বিপুল পরিমাণ কুচি কুচি করে ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে ২ হাজার বস্তা বাতিল নোট জমে ছিলো। পরিবেশের ক্ষতি হবে বিধায় তারা সেগুলো পোড়াতে চাননি।
তিনি বলেন, “গত শনিবার বাতিল নোটের কয়েকটি বস্তা যথাযথ স্থানে ফেলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন প্রশাসনিক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, “পৌরসভার কর্মীরাই ওই পুকুরে টাকা ফেলেছেন। তবে কাজটি ঠিক হয়নি।”
Comments