শিল্পী সমিতির হিসাব-নিকাশ

bfdc-1_0.jpg
করোনাকালে এফডিসি ফাঁকা। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর। তার আগে আগামী ৪ অক্টোবর গত দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের ওপর প্রতিবেদন দেবে বর্তমান কমিটি। সেদিনই তফসিল ঘোষণা করা হবে।

শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এবারও তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনেত্রী মৌসুমি নিজেকে সভাপতি করে আরেকটি প্যানেল দেবেন এমন ঘোষণা দিয়েছেন। তবে তার প্যানেলে কোন তারকরা থাকছেন বিস্তারিত জানা যায়নি।

শিল্পী সমিতির নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পূর্ণিমা, পপি, নিপুণ, ডি এ তায়েব, ইমনের নামও শোনা যাচ্ছে। এদের মধ্যে যে কেউ নতুন প্যানেল নিয়ে হাজির হয়ে চমক দেখাতে পারেন।

গত ২৪ মে সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসেবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এমনকি গঠনতন্ত্রের বাইরে গিয়ে আরও প্রায় দুই মাসের মাথায় এই নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, “আমরা কিছু কারণে একটু দেরিতে নির্বাচন করছি। কারণগুলো কী সেটা সবাই জানেন। আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে।”

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago