ক্যাসিনোবিরোধী অভিযানকে স্বাগত জানালেন সেনা প্রধান
দেশে চলমান ক্যাসিনোবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অত্যন্ত ইতিবাচক এবং দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ওনার শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ হয়েছে। এধরনের একটি অভিযানকে আমি স্বাগত জানাই।”
“আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন সেভাবে যদি হয় নিশ্চয় অপরাধ অনেক কমে যাবে,” মন্তব্য সেনা প্রধানের।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের দ্বারা পরিচালিত ক্লাবগুলোর সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “রিটায়ার্ড সৈনিক ক্লাব বা এই ধরনের দুই-একটা যে ক্লাব রয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদেরকে বলেছি এগুলার খোঁজখবর নেওয়ার জন্য। ডেফিনেটলি আমাদের যা করণীয় তাই করবো।”
আজ (২৪ সেপ্টেম্বর) সকালে সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ফার্মে দেশের প্রথম অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
Comments