নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড দলে নতুন মুখের ছড়াছড়ি

jonny bairstow
জনি বেয়াস্টো। ফাইল ছবি: এএফপি

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার (২৩ সেপ্টেম্বর) ১৫ সদস্যের পৃথক পৃথক দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই স্কোয়াডেই নতুন মুখের ছড়াছড়ি। তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।

টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন- দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডমিনিক সিবলি, পেসার সাকিব মাহমুদ এবং লেগ স্পিনার ম্যাট পারকিনসন। টি-টোয়েন্টি সিরিজের দলেও প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদ ও পারকিনসন। তাদের সঙ্গী হয়েছেন ওপেনার টম ব্যান্টন, পেসার প্যাট ব্রাউন ও অলরাউন্ডার লুইস গ্রেগরি। দুই ফরম্যাটেরই স্কোয়াডে আছেন কেবল চারজন- জো ডেনলি, স্যাম কারান, মাহমুদ ও পারকিনসন।

সবশেষ অ্যাশেজে নিজের ছায়া হয়েই ছিলেন বেয়ারস্টো। তার গড় ছিল মাত্র ২৩.৭৭। ২০১৭ সালের শুরু থেকে সবশেষ ৫৬ ইনিংসে মাত্র তিনবার সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ফলে কিউইদের বিপক্ষে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জস বাটলার।

এখনও চোট থেকে সেরে ওঠেননি অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ফলে টেস্ট দলে নেই তিনি। এই ফরম্যাটের সঙ্গে এখনও মানিয়ে নিতে না পারা ওপেনার জেসন রয়ও নেই। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেশ কয়েকজন নিয়মিত মুখকে। তারা হলেন- রয়, বাটলার, বেন স্টোকস, জো রুট, ক্রিস ওকস ও জোফরা আর্চার। জায়গা পাননি বর্ষীয়ান পেসার লিয়াম প্লাঙ্কেটও।

টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ১ নভেম্বর। এরপর টেস্ট সিরিজ শুরু হবে ২১ নভেম্বর। তবে ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

টেস্ট সিরিজের ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পারকিনসন, অলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস ও ক্রিস ওকস।

টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দল:

ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), টম ব্যান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডাভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ ও জেমস ভিন্স।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago