‘আত্মসাতের’ ২৩ লাখ টাকা আলমারিতে
নওগাঁ জেলা সঞ্চয় অফিসের একজন সিনিয়র ক্লার্কের আলমারি থেকে ‘আত্মসাতের’ ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে রাজশাহীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
রাজশাহী দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আজ (২৫ সেপ্টেম্বর) বলেন, সঞ্চয় অফিসের একজন সিনিয়র ক্লার্ক হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুদক কর্মকর্তাদের জানান, গত বছর নওগাঁ জেলা সঞ্চয় অফিস থেকে ২ কোটি ৩৭ লাখ টাকা হারিয়ে যায়। হাসান আলীর কাছে পাওয়া টাকা সেই টাকার অংশ হতে পারে বলেও মনে করেন তারা।
জানা যায়, ২০১৮ সালের মার্চ থেকে ডিসেম্বরে নওগাঁ জেলা সঞ্চয় অফিস ২ কোটি ৩৭ লাখ টাকার সঞ্চয় বন্ড ২৭ জনের কাছে বিক্রি করে। কিন্তু, নিয়ম অনুযায়ী সেই টাকা অফিসের তহবিলে জমা পড়েনি।
টাকা খোয়া যাওয়া খবর জানাজানি হলে জেলা সঞ্চয় কর্মকর্তা নাসির উদ্দিন নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় অফিসের পিয়ন সাদ্দাম হোসেনকে অভিযুক্ত করা হয়। পরে, তদন্তে দুদক আরো কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায়।
Comments