কক্সবাজারে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

murder logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন: মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬২) সখী বড়ুয়ার পুত্রবধূ ও তার দুই নাতনি।

পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান দ্য ডেইলি স্টারকে জানান, আজ (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চারজনের গলাকাটা মরদেহ দেখতে পায়।

মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো জানান, পুলিশ হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা করছে।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িটি প্রয়াত প্রবীণ বড়ুয়ার। তার ছেলে লোকেন বড়ুয়া বর্তমানে দুবাই প্রবাসী। হত্যার শিকার হয়েছে লোকেনের মা, স্ত্রী ও তার দুই সন্তান।

Comments