রিয়ালকে শীর্ষে তুললেন দুই ব্রাজিলিয়ান টিনএজার
ঢেলে সাজানো একাদশ নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদকে প্রথমার্ধে এগিয়ে নেন ১৯ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে তার বদলি হিসেবে মাঠে গিয়ে ৯৩ সেকেন্ডের মধ্যে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান ১৮ বছর বয়সী অভিষিক্ত রদ্রিগো। দুই ব্রাজিলিয়ান টিনএজারের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল।
বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। চলতি লিগে ৬ ম্যাচ খেলে অপরাজিত তারা। ৪ জয় ও ২ ড্রয়ে লস ব্লাঙ্কোসদের অর্জন ১৪ পয়েন্ট।
আগের ম্যাচে সেভিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফেরা রিয়াল এদিন একাদশে আট পরিবর্তন আনে। এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজরা সবাই ছিলেন বেঞ্চে। আর স্কোয়াডেই ছিলেন না গ্যারেথ বেল। গেল মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলা ওসাসুনার বিপক্ষে মূলত দলের তরুণ খেলোয়াড়দের পরখ করে দেখতে চেয়েছিলেন রিয়াল কোচ জিদান। তার আস্থার প্রতিদান দিয়েছেন ভিনিসিয়ুস-রদ্রিগো-ফেদেরিকো ভালভার্দেরা।
ম্যাচের ৩৬তম মিনিটে টনি ক্রুসের পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ওসাসুনা গোলরক্ষক রুবেন মার্তিনেজকে পরাস্ত করেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমের তো বটেই, গেল ফেব্রুয়ারির পর রিয়ালের জার্সিতে এটাই এই উইঙ্গারের প্রথম গোল।
ভিনিসিয়ুসের পরিবর্তে ৭১তম মিনিটে জিদান মাঠে নামান ফরোয়ার্ড রদ্রিগোকে। গেল বছর জুনে সাড়ে চার কোটি ইউরোর বিনিময়ে তাকে সান্তোস থেকে কিনেছিল রিয়াল। তবে ধারে গোটা মৌসুমটাই তিনি কাটিয়েছিলেন ব্রাজিলিয়ান ক্লাবটিতে। ওসাসুনার বিপক্ষে স্প্যানিশ পরাশক্তিদের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে আপন রঙে রাঙান রদ্রিগো। একক নৈপুণ্যে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান তিনি।
২০০২ সালে লা লিগায় অভিষেকে আলাভেসের বিপক্ষে মাত্র ৬২ সেকেন্ডে গোল করেছিলেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার রোনালদো। তার স্বদেশী ও উত্তরসূরি রদ্রিগো সময় নেন ৯৩ সেকেন্ড। মাঝের ১৭ বছরে রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে এর চেয়ে কম সময়ে আর কেউ গোল করতে পারেননি।
রদ্রিগোর অর্জনের আগে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল রিয়াল। ৫৮তম মিনিটে মার্তিনেজকে ফাঁকি দিয়েছিলেন লুকা জোভিচ। তবে ভিএআরকে ফাঁকি দিতে পারেননি চলতি মৌসুমে দলে যোগ দেওয়া এই তরুণ সার্বিয়ান স্ট্রাইকার। অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়ালের শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
Comments