ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: আইনমন্ত্রী

ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক তাদের ধরার সাহস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক তাদের ধরার সাহস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংঘে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে মন্তব্য করতে গিয়ে আজ এই কথা বলেন আইনমন্ত্রী। এসব অভিযানে জুয়া ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সংশ্লিষ্টতার কথা যাচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ইনডেমনিটি—এক কালো অধ্যায় ভুলিনি ভুলবো না’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ক্যাসিনো নিয়ে বিএনপি এখন অনেক কথা বলছে, অথচ যারা এতিমের টাকা মেরে খেয়েছে তাদের দল থেকে বহিষ্কার করার সাহস তারা রাখে না।

বিএনপি দলীয়ভাবে দুর্নীতিতে যুক্ত দাবি করে তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনামুল হক, আজিজুল হাকিম, রিয়াজ, আমিরুল হক চৌধুরী ও মান্নান হীরা প্রমুখ।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

4h ago